সামাদ শেখ ২০১৪ সাল থেকে বিজেপি দল করে আসছেন। সেই সময় বীরভূমের পাড়ুইয়ের অশান্ত পরিবেশে বিজেপি দলের নেতৃত্ব দিয়েছিলেন এই লড়াকু বিজেপি নেতা। ইতিমধ্যে পাঁচ বিজেপি বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন।
যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ড্যামেজ কন্ট্রোলে' নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দলের পুরোনো কর্মীরা কিন্তু ক্রমশই বেসুরো হচ্ছেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করা মানেই দল ত্যাগ করা নয়।
আরোপড়ুন:-বকেয়া বেতনের দাবিতে ওসিপির পরিবহন অচল করে বিক্ষোভ শ্রমিকদের
কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে তাঁর এই দাবি আদৌ কতটা ধোপে টিকবে তা অবশ্য সময় বলবে। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে কলকাতা কর্পোরেশন নির্বাচনে ইতিমধ্যেই বিজেপির লজ্জাজনক ভরাডুবি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে বাকি পৌরসভাগুলোতে নির্বাচন রয়েছে, খুব স্বাভাবিকভাবেই বিজেপির বিধায়ক থেকে শুরু করে নেতাকর্মীরা যেভাবে বেশুরো হচ্ছেন তাতে দলের একাংশ সত্যি চিন্তায় পড়েছেন।