সংবাদাতা,পূর্ব বর্ধমান:- জাতীয় জুনিয়র ভলিবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হল বাংলা মহিলা দল। বর্ধমানে অনুষ্টিত এই টুর্নামেন্টের ফাইনালে বাংলার মেয়েরা তামিলনাড়ুকে হারিয়ে দেয়। ৩-০ স্ট্রেট সেটে জিতে সেরার শিরোপা পেল বাংলা।
বর্ধমান শহরের অরবিন্দ স্টেডিয়ামে ২৫ ডিসেম্বর থেকে শুরু হয় জাতীয় জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ। অবরিন্দ স্টেডিয়াম ছাড়াও শহরের শাঁকারিপুকুর অগ্রদূত সংঘের মাঠেও এই টুর্নামেন্ট হয়। প্রথম থেকেই দুরন্ত ছন্দে শুরু করে বাংলার মেয়েরা।
গ্রুপ পর্যায় থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও তারা স্ট্রেট সেটে জয় পায়। কোন ম্যাচ না হেরেই ফাইনালে ফেভারিট হিসেবে শুরু করে তারা। ২৫-২২, ২৫-১৭,২৫-১৮ ব্যবধানে তামিলনাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা।দল জয় পেতেই উচ্ছ্বাসে ভেসে যায় গোটা স্টেডিয়াম।