সংবাদাতা,দুর্গাপুর:- অমিক্রন রুখতে বর্ষবরণে কড়া করোনা বিধিনিষেধ মানার নির্দেশ জারি করলো দুর্গাপুরে আসানসোল - দুর্গাপুর পুলিস কমিশনারেট পুলিস। শিল্পাঞ্চলের হোটেল, পার্ক থেকে মলগুলিতে সময়সিমা বেঁধে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
পার্ক, হোটেল ও মল কর্তৃপক্ষ'কে বর্ষবরণ পূর্তি উৎযাপনে বাধ্যতামূলক করা হয়েছে বেশকিছু করোনা বিধিনিষেধ। স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি দূরত্ববিধি রেখে গ্রাহকদের মাস্ক অত্যাবাসক করা হয়েছে। ৩১ ডিসেম্বর রাতে শপিংমল গুলি সাড়ে ১০ পর্যন্ত খোলা থাকবে।
এছাড়াও হোটেল গুলি ওই দিন রাতে সাড়ে ১২ টা পর্যন্ত খোলা থাকবে। ইতিমধ্যেই বুধবার পুলিস প্রশাসনের সাথে ব্যবসায়ীদের এই বিষয়ে বৈঠক সম্পূর্ণ হয়েছে। এবং ভির এড়াতে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে একাধিক পুলিস ক্যাম্প তৈরী করা হবে বলে জানা গেছে।