Type Here to Get Search Results !

বকেয়া বেতনের দাবিতে ওসিপির পরিবহন অচল করে বিক্ষোভ শ্রমিকদের



সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বর থানার সোনপুর বাজারী এলাকার এমবিসি (জয়েন্ট ভেনশন) বে-সরকারি ওসিপি-তে চালক হিসেবে কর্মরত প্রায় চার শত কর্মচারী তাদের বকেয়া বেতনের  দাবিতে বৃহস্পতিবার সকালে বনবাহাল মোড়ের কাছে সোনপুর বাজারির কয়লা বোঝাই ডাম্পার থামিয়ে বিক্ষোভ করে। 


বিক্ষোভ কারী ও পেশায় চালক পবন সিং বলেন, কোম্পানিতে ৪০০ জনেরও বেশি কর্মী নিযুক্ত আছেন, যাদের বেতন গত ৬ মাস ধরে বকেয়া রাখা হয়েছে।  বেতন না দেওয়ায় আমাদের বাড়ির আর্থিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে।  অবস্থা এমন যে, অধিকাংশ শ্রমিকের মাথায় বিশাল ঋণ। 


টাকার অভাবে আমরা চরম আর্থিক সংকটে।  ঘরের খরচ, বাচ্চাদের স্কুলের ফি ও রোগীদের চিকিৎসায় অনেক অসুবিধা হচ্ছে।  মালিকপক্ষের পক্ষ থেকে রাজকমল ও শ্রীধরের কাছে এ বিষয়ে একাধিক অভিযোগ করা হয়েছে এবং আমাদের পাওনা দাবি করা হয়েছে। 


কিন্তু মালিক শুধু বেতন দেওয়ার আশ্বাস দেন।  অনেকবার কর্মীদের নিয়ে বৈঠক করার আশ্বাস দেওয়া হলেও বৈঠক হয়নি।  বর্তমানে আমরা সমস্যায় জর্জরিত, তাই এখন আত্মহত্যা করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই, তাই আমরা আন্দোলনের পথ অবলম্বন করতে বাধ্য হয়েছি।


শেখ হাসমত বলেন, শুধু বেতনই নয়, গত ১৪ মাস ধরে কোম্পানি আমাদের পিএফের টাকা জমা করেনি।  এমনকি 6 মাস আগেও পরিস্থিতি স্বাভাবিক ছিল না, সেই সময়েও আমাদের নির্ধারিত বেতনের চেয়ে অনেক কম টাকা দেওয়া হয়েছিল, সেই টাকায়ও আলাদাভাবে পিএফের টাকা কেটে নেওয়া হয়েছিল।  


সংস্থাটি বলছে যে এখন পর্যন্ত আমরা এক কোটি 7 লক্ষ টাকা পিএফ-এ জমা করেছি কিন্তু সেই টাকা আমাদের পিএফের একটি অ্যাকাউন্টে আসেনি, প্রশ্ন উঠছে যে আমাদের পিএফের টাকা গেল কোথায়?  ফোন করলে মালিক পক্ষ ফোন ধরেন না এমনও অভিযোগ উঠেছে। এসব কারণে আমরা আন্দোলনের মাধ্যমে আওয়াজ তুলতে বাধ্য হয়েছি।  বিক্ষোভের জেরে সোনপুর বাজরি পরিবহন চলাচল বন্ধ হয়ে যায় এবং রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়।

আরোপড়ুন:- বুদ্বুদের তিল ডাং মরে নতুন ট্রাফিক পুলিশের অফিস উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কমিশনার

খবর পেয়ে সোনপুর বাজারির সিকিউরিটি ইনচার্জ বলরাম মুখার্জি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।  তিনি সোনাপুর বাজারির ব্যবস্থাপককে ফোনে ঘটনাটি অবহিত করেন যেখান থেকে তিনি শ্রমিকদের সাথে বসে খুব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।  এরপর বিক্ষোভ শেষ হয়। এ বিক্ষোভে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোনাপুর বাজারের যানবাহন চলাচল ব্যাহত হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad