Type Here to Get Search Results !

তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরে উত্তপ্ত কাঁকসা,আহতদের সাথে দেখা করতে হাসপাতালে গেলেন দলের নেতা কর্মীরা

 


তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরে উত্তপ্ত কাঁকসা। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। সংঘর্ষে আহত দুই পক্ষের বেশ কয়েকজন। তার মধ্যে দুজনকে গুরুতর  আহত অবস্থায় ভর্তি করা হয়  দুর্গাপুর মহকুমা হাসপাতালে।


তৃণমূল কর্মীরা জানিয়েছেন কাঁকসা থানার জাঠগড়িয়া এলাকায় রবিবার সন্ধ্যায় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কাজল শেখ দলের অসুস্থ কর্মীকে দেখতে গিয়ে তৃণমূলের অপর গোষ্ঠীর দ্বারা হামলার স্বীকার হয়। এমনকি তার বাড়িতে চড়াও হয় তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন বলে অভিযোগ। অভিযোগ ওঠে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবদাস বক্সী ও তার অনুগামীদের বিরুদ্ধে, বাড়ি ভাংচুরের পাশাপাশি বাড়ির লোকজনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি কাজল শেখ। 


যদিও কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবদাস বক্সী অভিযোগ অস্বীকার করে  জানিয়েছেন পাড়াগত সমস্যা নিয়েই সংঘর্ষ হয়েছে এর মধ্যে কোনো রাজনীতি নেই।সোমবার সকাল থেকে ফের এলাকা উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী সহ নামানো হয় কমব্যাট ফোর্স। 


ঘটনার প্রসঙ্গে সোমবার বিজেপি নেতা তথা বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা তৃণমূলের তোলাবাজির জন্যই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটেছে বলে অভিযোগ তুললেন। তিনি বলেন দলের অসুস্থ কর্মীকে দেখতে গিয়ে মার খেতে হচ্ছে প্রাক্তন অঞ্চল সভাপতি কে। বিজেপি বারবার অভিযোগ করেছে যে তৃণমূল গোষ্ঠী কোন্দলে জর্জরিত। যার উৎস কোথায় আজও তারা বুঝে উঠতে পারেননি। কিন্তু তোলাবাজি এর আসল উৎস বলে অনুমান তাদের।


তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম দুই তৃণমূল কর্মী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় রবিবার। জখমদের সাথে দেখা করতে সোমবার হাসপাতালে আসে দলের নেতাকর্মীরা। দলের নেতা হীরণ সেক বলেন,কাঁকসা থানার জাটগড়িয়া এলাকায় সন্ধ্যায় অসুস্থ্য এক দলের কর্মীর সাথে দেখা করতে গিয়েছিলো দলের কর্মীরা। ব্লক সভাপতি দেবদাস বক্সীর লোকজন তাঁদের মারধর করে। 


 আরো পড়ুন:- নিম্নচাপের প্রভাবে টানা বর্ষনে বিপর্যস্ত জেলার চাষিরা


ষড়যন্ত্র করছে ভেবে তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন তাদের উপর লাঠি নিয়ে চড়াও হয় বলে পাল্টা অভিযোগ করেন। তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন অভিযোগ করে তারা দাঁড়িয়ে থাকাকালীন অন্য গোষ্ঠীর লোকজন তাদের উপর হামলা চালায়।আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁকসা থানার বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।



অন্যদিকে দুর্গাপুর থানা এলাকার দেবীনগরে গতকাল রাতে পুরোনো তৃণমূল ও নব্য তৃণমূলীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিনা কারণেই মাঝে মাঝে বিধানসভা ভোটের পর যারা বিজেপি থেকে তৃণমূল হয়েছে তাদের বিভিন্ন কারণে হুমকি দেয় বলে অভিযোগ। গতকাল রাতে এই হুমকি মারামারির আকার ধারণ করে।এই ঘটনাতেও আহত হয় কয়েক জন। এই ঘটনায় দূর্গাপুর থানায় দুজন আটক হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad