শুভময় পাত্র বোলপুর:- শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রকে বাঁচিয়ে রাখার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি এলাকার সাংসদের। বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যকে রক্ষা করতে ও স্থানীয় সম্প্রচারকে বহাল রাখতে শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের এক অনবদ্য ভূমিকা পালন করে এসেছে এতদিন। আজ সেই শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্র বন্ধের দোরগোড়ায়।
বিভিন্ন কারণে শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্র প্রায় বন্ধ হতে বসেছে। আর সেই শান্তিনিকেতন দূরদর্শন কে পুনরায় স্বমহিমায় প্রকাশিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন বোলপুরের সংসদ অসিত মাল।
১৯৯৮ সালের ১৯সে আগস্ট তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য দিলীপ সিনহার আমলে শান্তিনিকেতন বোলপুর এর মাঝামাঝি জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্র। আনুষ্ঠানিক উদ্বোধনের উপস্থিত ছিলেন তৎকালীন রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, স্থানীয় সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।
বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন খবর ছাড়াও আশেপাশে স্থানীয় খবর নিয়ে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্র। কিন্তু আজ তার এই দৈন্যদশায় রীতিমতো ম্যান হয়ে যেতে বসেছে বোলপুর শান্তিনিকেতনের সংস্কৃতিমনা মানুষজনের আবেগ। আর এই আবেগকে কিভাবে পুনরায় প্রতিষ্ঠিত করার পাশাপাশি শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্র কে স্বমহিমায় ফিরে আনা যায় তার চেষ্টা বহু দিক থেকেই করছেন অনেকেই।
আরো পড়ুন:-তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরে উত্তপ্ত কাঁকসা,আহতদের সাথে দেখা করতে হাসপাতালে গেলেন দলের নেতা কর্মীরা
এদিন তেমনই এক প্রচেষ্টা লক্ষ্য করা গেল স্থানীয় সাংসদ অসিত মাল এর পক্ষ থেকে। তিনি তার চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বার্তা পাঠিয়েছেন যাতে কোনো প্রকারে যেন বন্ধ না হয়ে যায় এই সম্প্রচার মূলক প্রতিষ্ঠানটি। যেখানে বহু মানুষের কর্মসংস্থানের পাশাপাশি বোলপুর ও শান্তিনিকেতনের আপামর জনসাধারণের আবেগ জড়িয়ে আছে।