নিজস্ব প্রতিনিধি ,পূর্ব বর্ধমান:- টানা বর্ষনে বিপর্যস্ত জেলার চাষিরা। জেলায় এখনো পর্যন্ত ২০ শতাংশ ধান জমিতে রয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। তার বেশিরভাগ ধান নষ্ট হবার আশঙ্কা করছেন চাষিরা। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে জল জমে গেছে চাষের জমিতে।
নিম্নচাপের আগাম সতর্কবার্তা পাওয়ার পর চাষিরা দ্রুততার সাথে জমির ধান ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু সবটা সম্ভব হয়নি। যারা এখনো জমির ধান কাটতে পারেনি, জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় সেই সকল জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
আরো পড়ুন:- পাণ্ডবেশ্বর বিধানসভার সরপি গ্রামের ইকো পার্ক নজর কেড়েছে খনি অঞ্চলের বাসিন্দাদের
পাশাপাশি অনেক চাষি ধান কেটেছে কিন্তু সেই ধান পরে আছে মাঠেই। এবং জমিতে জল জমে যাওয়ায় সেই সব ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বলে দুশ্চিন্তার মধ্যে রয়েছে তারা। এদের মধ্যে অনেকেই সমবায় কিংবা ব্যঙ্ক থেকে লোন করেছে। ফলে সেই লোন তারা কিভাবে শোধ করবেন তা নিয়েও দুশ্চিন্তা গ্রস্থ জেলার চাষিরা।