নীলেশ দাস ,আসানসোল :- আসানসোলের কুলটি থানার ট্রাফিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কে সামনে রেখে ট্রাফিক সচেতনাতা পদযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার সকালে কুলটি থানা মোড় থেকে নিয়ামতপুর নিউ রোড পর্যন্ত এই পদযাত্রা করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক পুলিশ ও কুলটি থানার পুলিশ সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। সেফ ড্রাইভ সেভলাইফ কে সামনে রেখে রেলিটি করা হয়েছে। থানা মোড় থেকে শুরু করে নিয়মাতপুর নিউ রোড মোড়ে গিয়ে পদযাত্রা টি শেষ হয়। পাশাপাশি নিউ রোড মোড়ে একটি পথ নিরাপত্তা সচেতনতা ক্যাম্প করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ এর কর্মসূচির গত বুধবার শুভসূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নিলকান্তম। তাই শুক্রবার কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে করা হয় সচেতনতা পদযাত্রা। পদযাত্রার মাধ্যমে সকল মানুষকে সচেতন করা হয়।
গাড়ি চালানোর সময় যেন হেলমেট ব্যবহার করা হয়, ট্রাফিক সিগনেল মেনে গাড়ি চালান,পাশাপাশি গাড়ি যেনো দ্রুত গতিতে চালানো না হয়, এদিনের অনুষ্ঠানে এইসব কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।