Type Here to Get Search Results !

চুরি ঠেকাতে সচেতনতা তৈরিতে পাড়ায় পাড়ায় যাচ্ছে বর্ধমান পুলিশ


নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- মাইক ধরেছেন আই সি। বর্ধমান শহরের শোলাপুকুর দুবরাজদিঘি এলাকায় শুক্রবার আবার চুরি ঠেকাতে দুয়ারে পুলিশ। চুরি ঠেকাতে এই ভাবে সচেতনতা তৈরিতে পাড়ায় পাড়ায় যাচ্ছে পুলিশ।রীতিমতো মাইক হাতে নিয়ে পুলিশ বোঝালো ফর্ম তুলে নিতে। থানা থেকেই বিনামূল্যে পাওয়া যাবে ওই ফর্ম। সেই ফর্মে ভাড়াটিয়ার আর বাড়ির মালিকের সব বিবরণ জমা দিতে হবে। সঙ্গে থাকবে সব ডকুমেন্ট।  নতুন কাউকে ভাড়া দিতে গেলেও একই নিয়ম মেনে চলতে হবে। 


কয়েকদিন আগে বর্ধমানের রথতলায় একটি বাড়িতে গৃহস্থের অনুপস্থিতিতে চুরি হয়। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে বাড়ির ভাড়াটিয়াকে। তারপরে শহরজুড়ে ভাড়াটিয়া নথিভুক্ত করতে নেমেছে পুলিশ।শুক্রবার ছিল অভিযানের দ্বিতীয় দিন। বৃহস্পতিবার দুপুরের পর শহরের উপকন্ঠে কেষ্টপুর এলাকায় প্রচার চালান হয় পুলিশের পক্ষ থেকে।  বাড়ির মালিকদের সব ভাড়াটিয়াদের পরিচয় জানাতে বলা হয়।


গত ছ'মাস ধরে বর্ধমান শহরে চুরিতে বিরাম নেই। একের পর এক গৃহস্থ বাড়িতে সব ফাঁক করে গেছে চোরেরা। গৃহকর্তা কোথায় একদিন বা একবেলার জন্য বাইরে গিয়েছেন।ফিরে এসে দেখেছেন টাকা পয়সা গহনা সব লোপাট। বয়স্ক মানুষদের অসতর্কতার সুযোগে সব কিছু নিয়ে পিটটান দিচ্ছে চোরেরা। পাড়ায় পাড়ায় বাড়ছে নিশিকুটুম্বদের উপদ্রব। এমনকি সরকারি আবাসনেও থাবা বসিয়েছে চোরেরা। 


স্বাভাবিকভাবেই এ নিয়ে জেরবার পুলিশ। জনমানসে প্রশ্ন জাগছে। কয়েকদিন আগে একটি অ্যাপ তৈরির ভাবনা শোনা গিয়েছিল। সচেতনতার পাঠ শেখাতে কেষ্টপুরের পর দুবরাজদিঘিতেও দুয়ারে পুলিশ।


স্বয়ং আই সি সুখময় চক্রবর্তী এই অভিযানের নেতৃত্বে ছিলেন। মাইকিং করে সবাইকে পুলিশ তাদের কর্তব্য জানাল।জানান হয়েছে,  তিনদিনের মধ্যে থানা থেকে একটি ফর্ম আনতে হবে। এই ফর্মের কোনো মূল্য লাগবে না। এরপর প্রতি ভাড়াটিয়ার আধার কার্ড বা ভোটার কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র তার সাথে জমা করতে হবে। একইভাবে বাড়ির মালিকেরও সব তথ্য দিতে হবে। 

আরো পড়ুন:- কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ট্রাফিক সচেতনাতা পদযাত্রার আয়োজন করা হয় শুক্রবার

পুলিশ খতিয়ে দেখবে এদের কারো নামে কোনো ক্রাইম রেকর্ড আছে কী না। নতুন ভাড়াটিয়া বসাবার আগে এই ফর্ম জমা দিয়ে থানার অনুমতি নিতে হবে। এই দুপক্ষই সুরক্ষিত থাকবে বলে মনে করছে পুলিশ। সুরক্ষিত থাকবেন অন্য বাসিন্দারাও।জানা গেছে ,একই কায়দায় বাকি এলাকাতেও প্রচারে নামবে পুলিশ। এখন দেখার এই টোটকায় চুরি আটকায় কী না!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad