Type Here to Get Search Results !

একদিকে পোকার আক্রমণ,অন্যদিকে নিম্নচাপের ভ্রুকুটি মাথার উপর,দিশেহারা কৃষকরা



নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- একদিকে পোকার আক্রমণ। অন্যদিকে নিম্নচাপের ভ্রুকুটি মাথার উপর।শনিবারের মধ্যে মাঠের ধান কেটে ঘরে তুলতে হবে।জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। পাকা আমনধান মাঠ থেকে তুলতে হবে।রবিবার গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা।দিশেহারা শস্যগোলা পূর্ব বর্ধমানের কৃষকরা। 


ধান কাটার ভরা মরশুম চলছে। কেউ হাতে আবার কেউ মেশিনে ধান কেটে ঘরে ঢোকাবার চেষ্টা করছে। কিন্তু তবুও রক্ষা হবে না।আউশগ্রামের কৃষক মমতা মাড্ডি বলেন,গরিব মানুষ মেশিনে ধান কাটার পয়সা কোথায় পাবো।তাই হাতেই ধান কাটছি।


ভাতারের বাসিন্দা সেখ সাবির বলেন,সরকার তো ঘোষণা করেই খালাস। এত মেশিন বা এত শ্রমিক কোথায় পাবো।কি আর করা যাবে। বহু ধান মাঠে পড়ে থাকবে।নষ্ট হবে বৃষ্টিতে।এমনিতেই শোষক পোকায় ধান শেষ করে দিয়েছে। 

আরো পড়ুন:- চুরি ঠেকাতে সচেতনতা তৈরিতে পাড়ায় পাড়ায় যাচ্ছে বর্ধমান পুলিশ 

শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার।ভোর থেকেই জেলার বিভিন্ন জায়গায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। তবে তা খুবই হালকা।এই অবস্থায় চরম শঙ্কায় কৃষকরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad