নীলেশ দাস, আসানসোল :- আসানসোলের উত্তর থানা এলাকার চাঁদমারিতে বিজেপি কর্মী ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই এলাকার বাসিন্দা তথা বিজেপির কর্মী অরবিন্দ তেওয়ারীর অভিযোগ তাকে ও তার মায়ের উপর বৃহস্পতিবার রাত্রে কিছু তৃণমূল সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। তিনি জানান রাত্রে তাকে বাড়ির বাইরে ডাকে তিনি বাইরে আসতে অস্বীকার করলে দরজায় ধাক্কা দেয়, যার জেরে দরজায় ফাটল ধরে। ইতিমধ্যে আসানসোল উত্তর থানায় জানিয়েছে ওই বিজেপি কর্মী।
খবর পেয়ে বিজেপির কিছু সমর্থক ঘটনাস্থলে এলে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এদিকে অরবিন্দ তেওয়ারী আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি লিখিত অভিযোগে জানান যে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আর বাইরে না বেরিয়ে না এলে অস্রভ ভাষায় গালিগালাজ করতে থাকে।তিনি বলেন চাঁদমারির স্থায়ী বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরেই বিজেপি করেন।
আরো পড়ুন:- গ্রামে গিয়ে ছাত্রদের স্কুলে যাওয়ার আবেদন , মাইক হাতে গ্রামে গ্রামে প্রচার স্কুলের শিক্ষকদের
অন্যদিকে পাল্টা অভিযোগ করে বলেন, তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়।সামনেই লোকসভা ও পৌর নিগম নির্বাচন তাই বিজেপি প্রতিটা জায়গায় বলে বেড়াচ্ছে যে তৃণমূলের কর্মীরা হুমকি দিচ্ছে। থানায় অভিযোগও দায়ের হচ্ছে,তবে প্রশাসন নিজের মতো কাজ করবে। নির্বাচনের পর কোনো জায়গায় হয়নি যে বিজেপিকে মারধর করা হচ্ছে। পারিবারিক ঝামেলা কেও রাজনৈতিক রং দিতে চাইছে বিজেপি বলে জানান তিনি।