নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- বেপরোয়া বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু। ক্ষোভে রাস্তা অবরোধ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে রায়না (Raina) থানার মাছখান্ডা এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন দুপুর বারোটা নাগাদ বর্ধমান আরামবাগ রোডের (Bardhaman Arambagh Road) উপর একটি বালি বোঝাই লরি বর্ধমানের (Bardhaman) দিকে যাওয়া সময় একটি বাইক আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বাইক আরোহীর। মৃতের নাম বাবর আলি মিদ্যা (৪৫)। তার বাড়ি রায়নার মোগলমারী এলাকায়।
ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। দেহ ফেলে রাস্তা অবরোধ করে তারা। পুলিশ মৃত দেহ তুলতে গেলে বাধা দেওয়া হয়। ঘন্টাখানেক পর পুলিশ বুঝিয়ে অবরোধ তুলে দেয়।
আরো পড়ুন:- বর্ধমানের নবাবহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুস্কৃতি
দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College and Hospital) পাঠানো হয়েছে। ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় বর্ধমান আরামবাগ রোডে।