নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- একটি ওয়ান শর্টার ও একটি এইট এম এম পিস্তল সহ গ্রেফতার এক দুস্কৃতি। ধৃতের নাম প্রভাত চন্দ্র। গোপনসূত্রে খবর পেয়ে বর্ধমান (Bardhaman) থানার পুলিশ নবাবহাট (Nawabhat) এলাকা থেকে প্রভাতকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি বর্ধমান শহরের লোকো আমবাগান এলাকা থেকে ৯ টি বোম উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। গোপনসূত্রে খবর পেয়েই পুলিশ এগুলি উদ্ধার করেছে। বোম ডিস্পোজাল টিম এসে পরীক্ষা করে নিস্ক্রিয় করার জন্য নিয়ে গেছে। ধৃত প্রভাত চন্দ্রকে আজ বর্ধমান আদালতে তোলা হয়েছে।
ডি এসপি হেডকোয়ার্টার, অতুনু ঘোষাল জানান গতকাল সন্ধ্যেবেলা গোপনসূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ নবাবহাট মোড়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরে, তার কাছ থেকে একটা এইট এমএম পিস্তল একটা ওয়ান শাটার রিকভারি হয়। ধৃতের নাম প্রভাত চন্দ্র , বাড়ি বর্ধমান আমবাগান রেলওয়ে কোয়ার্টার এ।
ধৃত কে জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়ি থেকে ৯টি দেশি বোমা উদ্ধার হয়। এবং ধৃতের কাছ থেকে একটা মারুতি অমনি ভ্যান (Maruti Omni), মোবাইল (Mobile Phone)ফোন উদ্ধার হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতকে আজ বর্ধমান আদালতে (Burdwan court) পেশ করা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত আছে।