নীলেশ দাস, আসানসোল:- সালানপুর থানার রূপনারায়নপুর (Rupnarayan pur) ফাঁড়ির পুলিশ এর বড়সড় সফলতা।ছিনতাই করতে আসা এক যুবককে আটক করল রূপনরায়ন পুর ফাড়ির পুলিশ।ঘটনার সম্পর্কে পুলিস সূত্রে জানা গেছে রবিবার সাড়ে চারটে নাগাদ এক ব্যক্তি আল্লাডি গ্রামের রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল।
পুলিশ টহল দেওয়ার সময় সন্দেহ হওয়ায় আল্লাডি গ্রামের রাস্তার প্রমীলা নার্সারির কাছে পৌছে গাড়িটি রেখে পায়ে হেঁটে যেতে থেকে ।সেইসময় অভিযুক্ত টেরপেয়ে পালানোর চেষ্টা করলে রূপনারায়নপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল দেব মন্ডল এবং রঞ্জিত কুমার সরকার পাল্টা ধাওয়া করতে থাকে এরপর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জানাযায় তার নাম অমর জিৎ মন্ডল, সালানপুর থানার জেমারী গ্রামের বাসিন্দা।পুলিশ অভিযুক্ত অমরজিৎ মন্ডলের কাছ থেকে উদ্ধার করে একটি দেশি বন্দুক, ও এক রাউন্ড গুলি।অভিযুক্তকে জিজ্ঞাসা করা হলে জানা যায় তার কাছে অস্ত্র রাখার কোনো বৈধ লাইসেন্স/নথিপত্রও নেই।
আরো পড়ুন:- বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর
আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে সে আল্লাডি গ্রামের রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাস্তা দিয়ে যাওয়া ব্যক্তিদের ছিনতাই করার উদ্দেশ্যে অপেক্ষা করেছিল। রূপনরায়নপুর পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে ।