সোমনাথ মুখার্জি,অন্ডাল :- অন্ডালের (Andal) খান্দরা গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের দেওয়া হল সম্বর্ধনা । শুক্রবার দুপুরে অনুষ্ঠানটি হয় সিদুলি কোলিয়ারি (Siduli Colliery) রিক্রেশন ক্লাব চত্বরে । উপস্থিত উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারী, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, সহ-সভাপতি কৌশিক মন্ডল, বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যরা ।
এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে মাধ্যমিকের 17 জন,উচ্চমাধ্যমিকের 18 জন কৃতী ছাত্রছাত্রীদের সম্বন্ধিত করা হয় । এছাড়াও গত বছর এলাকার সরস্বতী পুজো কমিটি গুলির মধ্যে প্রতিমা, মন্ডপ সজ্জা ও থিমের একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল । বিচারকদের বিচারে সেরা তিনটি পুজো কমিটি কেও এদিন পুরস্কৃত করা হয় । পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারী জানান কোভিড স্বাস্থ্য বিধির কারণে গতবছর অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছিল । সেই অনুষ্ঠানটি এদিন করা হলো ।