নীলেশ দাস, আসানসোল :- বৃহস্পতিবার রাতে আসানসোল (Asansol) দক্ষিণ থানার উষাগ্রামে (Usha Gram) পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরবাইক আরহী গুরুতর আহত হয়।আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে এই ঘটনার পর উত্তেজিত জনতা ইটপাটকেল ছুড়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেলে উত্তেজিত জনতার সাথে বচসায় জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা। পরে পরিস্থিতি শান্ত হয়।এই ঘটনার তদন্ত নেমে সাতজনকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে (Asansol court) তোলা হয়েছে।
প্রসঙ্গ, রাজ্যে ক্ষমতায় এসেই পথ দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ (Safe Drive Save Life) প্রকল্পের সূচনা করেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী। আর সেই প্রকল্পেরই অঙ্গ হিসাবে সারা রাজ্যের সাথে সাথে পশ্চিম বর্ধমানেও সচেতনতা কর্মসূচির নানান অনুষ্ঠান করে চলেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। আর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol Durgapur Police Commissionerate) অধীনে থাকা আসানসোল সাউথ ট্রাফিক গার্ডও এই সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা কর্মসূচি পালন করেছেন।
কিন্তু বৃহস্পতিবার রাত্রে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ঊষা গ্রামে জি টি রোডের (G.T. Road) উপরে খোদ পুলিশ গাড়ির ধাক্কায় আহত হয় এক যুবক। উত্তেজিত জনতা পুলিশ গাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলে উত্তেজিত জনতার সাথে বচসাই জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা ।
আরো পড়ুন:- অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো
আশেপাশের বহু মানুষ ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজিত জনতা ইটপাটকেল ছুড়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।তারপর বিশাল পুলিশবাহিনী উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জও করেন বলে অভিযোগ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।