নীলেশ দাস ,আসানসোল :- শুক্রবার আসানসোলের (Asansol) গোধূলি মোড়ে এক সাংবাদিক বৈঠকে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের পারফরমেন্স রির্পোট 'জিরো' বলে জানান আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার আহ্বায়ক শিবরাম বর্মণ, বিজেপি নেতা সুদীপ চৌধুরি, বিজেপি নেতা অভিজিৎ আর্চায্য, বিজেপি নেতা ভিগু ঠাকুর, বিজেপি নেত্রী আশা শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
এদিনের সাংবাদিক বৈঠকে প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন 'ঠিক একবছর আগে বঞ্চনার অভিযোগে আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) প্রশাসক পদ থেকে পদত্যাগ করেছিলাম।আজ নতুন প্রশাসক বোর্ডের একবছর পূর্ণ হল।
আরোপড়ুন :- পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার সাত জন
কিন্তু এই একবছরে আসানসোল পৌরনিগমে নতুন কোনো উন্নয়ন কাজ হয়নি।আমাদের আমলে যে সমস্ত কাজ গুলো হয়েছিলো সেই গুলোতেই আমার নাম মুছে দিয়ে নতুন ভাবে কাজ করেছে।এই একবছরে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের পারফরমেন্স রির্পোট 'জিরো'।পাশাপাশি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে দুর্নীতিগ্রস্থ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি আরো বলেন টাকা ছাড়া কোনো কাজ হয়না।'