Type Here to Get Search Results !

অঙ্গনওয়াড়ি চালু করার দাবিতে আসানসোলে অবস্থান বিক্ষোভ আইসিডিএস কর্মীদের



নীলেশ দাস, আসানসোল:-করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর গত ১৬ ই নভেম্বর থেকে রাজ্যে চালু হয়েছে স্কুল কলেজ। আর স্কুল কলেজ চালু হলেও অঙ্গনওয়াড়ি (ICDS Center) চালু করা হয়নি। আর এদিন অঙ্গনওয়াড়ি চালু করার দাবিতে ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্ড হেল্পারস ইউনিয়নের (West Bengal Anganwadi Workers and Helpers Union) পক্ষ থেকে আসানসোলের (Asansol) রবীন্দ্রভবনের (Rabindra Bhavan) সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়।

আরো পড়ুন:- আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের পারফরমেন্স এর নিরিখে জিতেন্দ্র তিওয়ারি কত নম্বর দিলেন ? জানতে দেখুন 

জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পশ্চিম বর্ধমানের সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার গুলো বন্ধ রয়েছে।এরফলে শিশুরা খাবার খেতে পাচ্ছেন না।তাই অবিলম্বে জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার গুলো চালু করতে হবে এবং শিশুদের পুষ্টিকর খাবার দিতে হবে এই দাবিতে এদিন আসানসোলের রবীন্দ্রভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ শেষে ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্ড হেল্পারস ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে স্মারকলিপি ও প্রদান করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad