শুভময় পাত্র ,বোলপুর:- এ বছর শান্তিনিকেতন (Santiniketan) পৌষ মেলা (Poush mela) হবে না বলে জানিয়েছে বিশ্বভারতী (Visva-Bharati) কর্তৃপক্ষ। বিকল্প হিসাবে বোলপুর ডাকবাংলো মাঠে (Bolpur Dakbanglo Field) পৌষমেলা করতে চলেছে বাংলা সংস্কৃতি মঞ্চ৷ সহযোগিতা করছে বোলপুর ব্যবসায়ী সমিতি ও পৌরসভা৷ ইতিমধ্যে মেলা করার জন্য জেলা পরিষদের কাছ থেকে অনুমতি পেয়েছে বাংলা সংস্কৃতি মঞ্চ৷ শুরু হয়েছে বিকল্প পৌষমেলার চূড়ান্ত প্রস্তুতি। ২৩ থেকে ২৭ সে ডিসেম্বর চলবে এই মেলা। শুক্রবার মেলা প্রস্তুতি ঘুরে দেখলেন বোলপুর পৌরসভার প্রশাসনিক মণ্ডলীর চেয়ারপার্সন ও বোর্ড সদস্যরা।
২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষমেলা। এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় অনেকে মনে করেছিলেন ছোট করে হলেও পৌষমেলা হবে৷ তবে চলতি বছরও পৌষমেলা করবেনা জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই পৌষমেলার উপর নির্ভর করছে সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি বোলপুর-শান্তিনিকেতিন ও সংলগ্ন এলাকার আর্থসামাজিক ব্যবস্থা।
তাই বিকল্প হিসাবে বোলপুর ডাকবাংলো মাঠে পৌষমেলা করার উদ্যোগ নিল বাংলা সংস্কৃতি মঞ্চ৷ আগেই বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা সহ বোলপুর ব্যবসায়ী সমিতি মাঠ ঘুরে দেখেন৷ তারা জানান, যে ভাবে ২৩ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনের পৌষমেলা হত, সেভাবেই একই দিনে ডাকবাংলো মাঠে মেলা হবে৷ থাকবে বিভিন্ন দোকান সহ নাগরোলা৷ এমনকি, মেলার মাঠে পৌষমেলার আদলে একটি মঞ্চ তৈরি করে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার বোলপুর পৌরসভার প্রশাসনিক মণ্ডলীর চেয়ারপার্সন পর্ণা ঘোষ সহ বোর্ড সদস্যরা ডাকবাংলো মাঠ ঘুরে দেখেন। ইতিমধ্যেই বীরভূম জেলা পরিষদের ডাকবাংলো মাঠে স্টল বসার কাজ থেকে শুরু কতে স্টল বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে। কোথায় হবে বিনোদন মঞ্চ, কোথায় বসবে বাউলদের আখড়া তা ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। সেই বাউলদের আখড়া কাজ শুরু হয়েছে।
বোলপুরের মেলা নিয়ে এদিন বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে একটি বৈঠক করেন মেলা কমিটি ও আধিকারিকেরা৷ মেলার নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয় এদিন৷
মেলায় সহযোগিতা করছে বোলপুর পৌরসভা ও ব্যবসায়ী সমিতি। দুটি মাঠে বসছে মেলা। জানা গিয়েছে, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০০ স্টলটি থাকবে মেলায়, থাকছে নাগরদোলা। এছাড়া, বাংলা সংস্কৃতি মঞ্চের তরফে প্রায় ২০০ ভলেন্টিয়ার সুষ্ঠ ভাবে মেলা পরিচালনার দায়িত্বে থাকবে। মেলায় জল, আলো, ডাস্টবিন পরিষেবা দেবে বোলপুর পৌরসভা। নিরাপত্তার দায়িত্বে থাকছে বোলপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ, সিভিক ভলিন্টিয়াররা৷ বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা৷
এদিন, বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে একটি বৈঠক হয় বিকল্প এই মেলা নিয়ে৷ ছিলেন, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুরে এসডিপিও অভিষেক রায়, মেলা কমিটির পক্ষে মনীষা বন্দ্যোপাধ্যায়, পৌরসভা পক্ষে ওরম শেখ, সুকান্ত হাজরা, ব্যবসায়ী সমিতির পক্ষে সুনীল সিং, সুব্রত ভকত সহ অন্যান্যরা ৷
আরো পড়ুন:- অঙ্গনওয়াড়ি চালু করার দাবিতে আসানসোলে অবস্থান বিক্ষোভ আইসিডিএস কর্মীদের
মহকুমা শাসক অয়ন নাথ বলেন, 'কোভিড প্রোটোকল মেনে মেলা করা হচ্ছে৷ সেই নিয়েই দীর্ঘ আলোচনা হল৷ জল, আলো, দূষণ প্রভৃতি বিষয়ে কথা হল৷ সুষ্ঠ ভাবেই হবে এই মেলা।' বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, 'নিরাপত্তা বিষয়ে প্রাথমিক আলোচনা হল৷ পুলিশ, সিভিক ভলিন্টিয়ার থাকছে৷ সিসিটিভি বসানো হবে৷'
বিশ্বভারতী চলতিবৎসরও মেলা না করার সিদ্ধান্ত নেওয়ায় বোলপুর শান্তিনিকেতন এলাকার ব্যবসায়ীদের চরমভাবে ক্ষতি হবে বলে মনে করেছিলেন। তাই এই বিষয় গুলো ভাবনা চিন্তার কথা মাথায় রেখে এই বিকল্প মেলার আয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৌষ মেলা করছে না। অন্যদিকে বাংলা সংস্কৃতি মঞ্চ বোলপুর ডাকবাংলা মাঠে পৌষ মেলা করায় স্বাভাবিকভাবেই খুশি শহরবাসী।