নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- দুর্গাপুর সিটিসেন্টারের (City Center Durgapur) এক ব্যাবসায়ীর অজান্তেই তার এসবিআই (SBI) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক মাস আগে। আতঙ্কিত ব্যাবসায়ী স্বপন রথ তড়িঘড়ি ব্যাঙ্ক আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol Durgapur Police Commissionerate) সাইবার ক্রাইম বিভাগে (Cyber Crime Department)। ঘটনার প্রায় ১ মাস পাড় হলেও এখনও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ দুর্গাপুরের ব্যাবসায়ীর।
সিটি সেন্টারের বাসিন্দা ব্যাবসায়ী স্বপন রথ জানান, দুর্গাপুর (Durgapur) ইস্পাত কলোনির সি-জোন এলাকায় একটি এসবিআই (SBI) ব্যাঙ্কে তাঁর স্ত্রী সহ জয়েন্টে অ্যাকাউন্ট রয়েছে দীর্ঘদিনের। ১৬ নভেম্বর হঠাৎই তাঁর মোবাইল ফোনে ১০ হাজার টাকা তুলে নেওয়ার এসএমএস আসে। তিনি তড়িঘড়ি ওই ব্যাঙ্কের ম্যানেজারকে গিয়ে অভিযোগ জনায়।
আরো পড়ুন:- বর্ধমানের কার্জন গেট চত্বরে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো আইসিডিএস কর্মীরা
ব্যাঙ্ক ম্যানেজার বিষয়টি খতিয়ে দেখেন স্বপন বাবুর অ্যাকাউন্ট থেকে কেবল ১০ হাজার নয় ৫ দফায় মোট ৫০ হাজাার টাকা তোলা হয়েছে।ব্যাঙ্ক ম্যানেজার কথা মত গত মাসের ১৭ নভেম্বর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। অভিযোগের একমাস কেটে গেলেও কোনও সুরাহা হয়নি বলে জানান স্বপনবাবু।