নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- বর্ধমানে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো আইসিডিএস কর্মীরা। প্রতিটি আইসিডিএস কেন্দ্রে রান্না খাবার ব্যবস্থা,শূন্য পদে কর্মী ও সহায়িকা নিয়োগের দাবি সহ আট দফা দাবি নিয়ে শুক্রবার আইসিডিএস কর্মীরা পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যায়। জেলাশাসক আইসিডিএস (ICDS) কর্মীদের ডেপুটেশন না নেওয়ায় তারা জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখাতে থাকে।
সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা বর্ধমানের কার্জন গেট (Curzon Gate) চত্বরে জিটি রোড (G.T.Road) অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান আইসিডিএস কর্মীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকার প্রতিটি সেন্টারের জন্য আলুর দর কেজিপ্রতি ২০টাকা ধার্য্য করলেও এই জেলার ক্ষেত্রে ১৫ টাকা দেওয়া হচ্ছে।তাদের দাবি অবিলম্বে আলু কেজিপ্রতি ২০ টাকা করে দিতে হবে। অবিলম্বে সমস্ত আইসিডিএস (ICDS) সেন্টার চালু করতে হবে বলে দাবি রাখেন তারা। পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।