সোমনাথ মুখার্জী, লাউদোহা : - কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুর্ঘটনায় পরল সরকারি বাস (SBSTC Bus)। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে লাউদোহার কালিপুর মোড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কবলে পড়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (SBSTC) একটি সরকারি বাস।
বাসটি দুর্গাপুর থেকে মাধাইপুর যাচ্ছিল। কালিপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। অল্পবিস্তর আহত হন বাসটির চালক ও খালাসী।
আরোপড়ুন:-নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বেসরকারী বাস উল্টে গেলো চাষের জমিতে
স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার সময় বাসটিতে বেশী যাত্রী না থাকায় বড়োসড়ো বিপদ এড়ানো গেছে বলে লাউদোহা পঞ্চায়েত প্রধান পিনাকী ব্যানার্জি জানান।