নীলেশ দাস ,আসানসোল:-ধাদকায় আসানসোল পলিটেকনিক কলেজে DCRC সেন্টার ও ভোট গণনা কেন্দ্র করা হয়েছে।বুধবার পশ্চিম বর্ধমান নির্বাচনী আধিকারিকের তরফে একথা জানানো হয়েছে।ইতিমধ্যেই আসানসোল পৌরনিগম নির্বাচনের ইভিএমও আসানসোল পলিটেকনিক কলেজে রাখা হয়েছে।
কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।প্রসঙ্গত আগামী 22 শে জানুয়ারি আসানসোল পৌরনিগমে নির্বাচন হবে।এই নির্বাচনের DCRC কেন্দ্র আসানসোল পলিটেকনিক কলেজে করা হয়েছে।এখান 106 টি ওয়ার্ডের 1020 টি বুথে ইভিএম পাঠানো হবে।এমনকি স্ট্রং রুমও আসানসোল পলিটেকনিক কলেজে করা হয়েছে।এখানেই আগামী 25 শে জানুয়ারি আসানসোল পৌরনিগম নির্বাচনের গণনা হবে।