নীলেশ দাস, আসানসোল:- প্রার্থীর নাম ঘোষণার আগেই মনোনয়ন পত্রের দ্বিতীয় দিনে ফর্ম তোলার হিড়িক আসানসোলে। ইতি মধ্যেই মঙ্গলবার থেকে মনোনয়ন পত্রের কাজ শুরু হয়েছে আসানসোলের সেন্ট জোসেফ হাই স্কুলে।আসানসোল পৌর নিগম নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে আগামী ২২ জানুয়ারি। ইতি মধ্যেই মঙ্গলবার থেকে মনোনয়ন পত্রের কাজ শুরু হয়েছে আসানসোলের সেন্ট জোসেফ হাই স্কুলে।
বুধবার মনোনয়ন পত্রের দ্বিতীয়দিনে বেশ কিছু নির্দল প্রার্থীর পাশাপাশি তৃণমূল,সি পি আই (এম) কংগ্রেস ও বিজেপি থেকেও কয়েক জনকে মনোনয়ন পত্রের ফর্ম তুলতে দেখা গেলো। এদিন বিজেপির ৪১ নম্বরের ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ভিগু ঠাকুরকে মনোনয়ন পত্রের ফর্ম তুলতে দেখা যাই। অপর দিকে তৎকালীন কুলটি পৌর সভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ মন্ডল কে তার স্ত্রী মানসী মণ্ডলের নামেও কংগ্রেস হয়ে ফর্ম তুলতে দেখা যায়।
এদিন বিজেপির বিদায়ী কাউন্সিলর ভিগু ঠাকুর বলেন ,পঞ্চায়েত ভোট আমরা দেখেছি ফর্ম তুলতে দেওয়া হয়নি । তাই আগে থেকেই তুলে রাখছি। বিজেপি থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ,তার আগে কেন ফর্ম তুলছেন, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, দল টিকিট দেবেই। যদি টিকিট না দেয় ,তা হলে দলের হয়ে খাটবো।
অপরদিকে কংগ্রেসের পক্ষ থেকেও এখনো প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তবে আরো কয়েকজনকে মনোনয়ন পত্রের ফর্ম তুলতে দেখা গেলো বুধবার দুপুর পর্যন্ত। অন্যদিকে এদিন আফসানা খাতুন ঝাড়খন্ড মুক্তি মোর্চার পক্ষ থেকেও একজনকে মনোনয়ন পত্রের ফর্ম তুলতে দেখা যায়। পাশাপাশি ৬৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ৯ নম্বর বোরো প্রাক্তন চেয়ারম্যান বেবি বাউরী তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন পত্রের ফর্ম তুললেন, যদিও তিনি বলেন যে পার্টি থেকে এখনো কিছু বলেনি।
কংগ্রেসের প্রার্থী তালিকার ঘোষণার আগেই পুর নির্বাচনের মনোনয়ন ফর্ম তুললেন কংগ্রেসের প্রার্থীরা।বুধবার আসানসোলের চেলিডাঙার সেন্ট জোসেফ হাইস্কুলে মনোনয়ন ফর্ম তুলেছেন।এদিন আসানসোল পৌরনিগমের 24, 25 এবং 60 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নের ফর্ম তুলেছেন।
24 নম্বর ওয়ার্ড থেকে সাহিনা পারভিন, 25 নম্বর ওয়ার্ড থেকে এস এম মুস্তাফা ও 60 নম্বর ওয়ার্ডের জন্য বিশ্বজিৎ মন্ডলের তার স্ত্রীর জন্য মনোনয়ন ফর্ম তুলেছেন।তবে এখন পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি কিন্তু তার আগেই কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন তোলার হিড়িক দেখা গেল।যদিও কংগ্রেসের মনোনয়ন ফর্ম তোলা প্রার্থীরা বলেন দলের নির্দেশে তারা এই ফর্ম তুলেছেন।
মঙ্গলবার ও বুধবার দুপুর পর্যন্ত মোট ৭৭ জন প্রার্থী মনোনয়ন পত্রের ফর্ম তুলেছে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে। যদিও কলকাতা পৌর ভোটে সন্ত্রাস হয়েছে বলে বার বার অভিযোগ তুলেছে বিরোধীরা। তবে আসানসোল পৌর নির্বাচনে বুধবার দুপুর পর্যন্ত রাজনৈতিক দল গুলি প্রার্থীর নাম ঘোষণার আগেই মনোনয়ন পত্রের ফর্ম তোলার হিড়িক দেখা গেলো আসানসোলে।