সংবাদাতা,পূর্ব বর্ধমান:- নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারী যাত্রীবোঝাই বাস উল্টে গেলো জমিতে। দুর্ঘটনায় ১৫ জন বাসযাত্রী জখম হয়।তাদের উদ্ধার করে বননবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনাটি ঘটে সকালে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাবুরবাঁধ মোড়ে।
গলসীর পারাজ থেকে ভায়া কালিদহ হয়ে বাসটি বোলপুর যাচ্ছিলো। সেই সময় আউশগ্রামের বাবুরবাঁধ এলাকায় হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে উল্টে যায়।প্রাথমিক ভাবে বাসের জানালার কাঁচ ভেঙে স্থানীয়রাই আহত বাসযাত্রীদের উদ্ধারকাজে হাত লাগায়।
আরোপড়ুন:-নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা সরকারি বাসের
পরে পুলিশ গিয়ে আহতদের চিকিৎসার জন্য বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তায় ধান জমির কাদা পড়েছিল।এরমধ্যে রাতে হালকা বৃষ্টি হয়েছে। ফলে বাসের চাকা কাদায় স্লিপ খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।