সোমনাথ মুখার্জী,,অন্ডাল :- মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অন্ডাল থানার ও অন্ডাল ট্রাফিকের সহযোগিতায় অন্ডালের টপ লাইন মোড়ের কাছে হল ট্রাফিক সচেতনতা শিবির। তাখ সাথে সাথে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং বাস ও লরির চালক ও খালাসিদের বিনামূল্যে করোনা ভ্যাকসিনের ব্যবস্থাও করা হয়েছিল পুলিশের উদ্যোগে ।
প্রায় 100 টি প্রথম ডোজের ভ্যাকসিন ও 200 টি দ্বিতীয় ডোজের ভ্যাকসিন ,এছাড়া আজকের এই অনুষ্ঠানে প্রায় 100 জন সাধারণ মানুষ বিনামূল্যে তাদের চক্ষু পরীক্ষা করালেন ও প্রায় 200 জন এলাকার মানুষ বিনাব্যায়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করালেন। চক্ষু পরীক্ষা করতে আসা অন্ডালের দামোদর কলোনির বাসিন্দা ধনঞ্জয় বাউরি পুলিশের এই উদ্যোগের জন্য পুলিশকে ধন্যবাদ জানান,কারন পুলিশের এই উদ্যোগের জন্য তিনি বিনাব্যায়ে তার চক্ষু পরীক্ষা করাতে পারলেন ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ট্র্যাফিক আনন্দ রায় (আইপিএস) , এসিপি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট মাননীয় দেবরাজ রায়, ট্রাফিক এসিপি তুহিন চৌধুরী,বিডিও অন্ডাল সুদীপ্ত বিশ্বাস,অন্ডাল এসিপি তাহীদ আনোয়ার অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু অধিকারী ওসি ট্র্যাফিক অন্ডাল চিন্ময় মণ্ডল ,ছিলেন সি আই বি পিন্টু সাহা। এই অনুষ্ঠানের পাশাপাশি পথ নিরাপত্তা বিষয়ক পথ নাটিকাও উপস্থাপিত করা হয়।