ওয়েবডেস্ক:- সাতপাকে বাঁধা পড়ার আগে এক সঙ্গে বিপাকে পড়লেন নবদম্পতি। বিয়ের ঠিক আগেই ১২ ফুট উচ্চতার ঝুলন্ত মঞ্চ ছিড়ে মূল মঞ্চে পড়লেন নবদম্পতি। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে শনিবার এই ঘটনা ঘটে। নতুন জীবনে প্রবেশের বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন হবু দম্পতি। ঠিক ছিল বিয়ের পিঁড়িতে বসার আগে তারা মঞ্চে সিনেমার নায়ক-নায়িকার মতো ‘এন্ট্রি’ নেবেন। আর শূন্যে ভাসমান একটি মঞ্চে চড়ে মূল মঞ্চে প্রবেশ করবেন তারা। কিন্তু শেষ মুহূর্তে ঘটে বিপত্তি। হবু দম্পতিকে নিয়ে ওই ঝুলন্ত মঞ্চটি যখন মূল মঞ্চ থেকে প্রায় ১২ ফুট উপর উঠে তখনই ছিঁড়ে যায়।বিয়ের পোশাকে সুসজ্জিত দম্পতিকে ছিটকে পড়তে দেখা যায় সেখান থেকে।
ওই সময়কার একটি ভিডিওতে দেখা যাচ্ছে , ঝুলন্ত মঞ্চ উপরে উঠা শুরু করতেই তার দু’পাশে রাখা বাজি থেকে আগুনের ফুলকি বের হতে শুরু করেছিল। নীচে মঞ্চে নাচছিলেন কয়েকজন পেশাদার নৃত্য শিল্পী। বাজির আগুনের ফুলকি বেরোচ্ছিল তাদের আশপাশেও। এর মধ্যেই দোলনাটি ভেঙে নীচে পড়েন হবু দম্পতি। বড় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয়রা।
আরো পড়ুন:- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া
তবে দুর্ঘটনায় সামান্যই আঘাত লেগেছে হবু দম্পতির। প্রাথমিক চিকিৎসার পর আধঘণ্টার মধ্যেই বিয়েও করেন তারা। যদিও বিয়ের আয়োজনে দায়িত্বে থাকা সংস্থা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। ওই সংস্থার এক কর্মী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।