শুভময় পাত্র,বীরভূম:- শান্তিনিকেতন নয়, এবার পৌষমেলা হবে বোলপুরে। বহু টালবাহানার পর এবারে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাই বিকল্প হিসাবে বোলপুর ডাকবাংলো মাঠে পৌষমেলার আয়োজন করতে চলেছে বাংলা সংস্কৃতি মঞ্চ, সহযোগিতাই বোলপুর ব্যবসায়ী সমিতি ও বোলপুর পৌরসভা৷ বোলপুর ডাকবাংলো ময়দানে মেলা করার জন্য জেলা পরিষদের কাছ থেকে ইতিমধ্যেই অনুমতি পেয়েছে বাংলা সংস্কৃতি মঞ্চ৷
২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষমেলা। এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় অনেকে মনে করেছিলেন ছোট করে হলেও পৌষমেলা হবে৷ কিন্তু, এখনও পর্যন্ত পৌষমেলা নিয়ে একটি বাক্যও খরচ করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই পৌষমেলার উপর নির্ভর করছে সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি বোলপুর-শান্তিনিকেতিন ও সংলগ্ন এলাকার আর্থসামাজিক ব্যবস্থা।
তাই বিকল্প হিসাবে বোলপুর ডাকবাংলো মাঠে পৌষমেলা করার উদ্যোগ নিল বাংলা সংস্কৃতি মঞ্চ৷ এদিন বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা সহ বোলপুর ব্যবসায়ী সমিতি মাঠ ঘুরে দেখেন৷ তারা জানান, যে ভাবে ২৩ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনের পৌষমেলা হত, সেভাবেই একই দিনে ডাকবাংলো মাঠে মেলা হবে৷ থাকবে বিভিন্ন দোকান সহ নাগরোলা। এমনকি, মেলার মাঠে পৌষমেলার আদলে একটি মঞ্চ তৈরি করে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম বলেন,পৌষমেলা সবার মেলা ছিল৷ তাই সকল স্তরের মানুষের কথা ভেবে আমরা ডাকবাংলো মাঠে পৌষমেলা করছি।