তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক বিরল প্রজাতির পেঁচা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা কাঁকসার পালপাড়ায় জলাশয় এর মধ্যে ওই পেঁচা টিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে এক ব্যক্তির বাড়িতে রাখা হয়।
খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকদের। খবর পেয়ে বনদপ্তর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন কোনো কারনে হয়তো পেঁচাটি জলাশয়ের মধ্যে পড়ে যায়।দীর্ঘক্ষন ধরে পেঁচা টি জল থেকে উঠার চেষ্টা করে। স্থানীয়রা আওয়াজ পেয়ে পেঁচাটিকে উদ্ধার করে, এবং বনদপ্তরের হাতে তুলে দেয়।