শুভময় পাত্র,বীরভূম:- ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে এবার পথে নামল শিক্ষক-শিক্ষিকারা। করোনা অতিমারির পরিস্থিতিতে পড়াশোনা কার্যত শীকেয় উঠেছিল।সরকারি নির্দেশে অনলাইন ক্লাস এর মাধ্যমে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা চালালেও তা অনেকাংশেই ব্যাহত হয়েছেন।
তাই বাধ্য হয়েই গণহারে পাস করিয়ে পরীক্ষার মূল্যায়ন করতে কার্যত বাধ্য হয় শিক্ষা দপ্তর। অন্যদিকে এই করোনা অতিমারির পরিস্থিতিতে আর্থিক অনটনে অনেকেই পাঠ্যপুস্তক ছেড়ে, হাল ধরেছে সংসারে, কেউ শ্রমিকের কাজ, কেউ বা রাজ মিস্ত্রীর হেল্পার তো কেউবা আবার গাড়ির গ্যারেজ কে বেছে নিয়েছে তাদের রুটি-রুজির তাগিদে।
ধীরে ধীরে সময় বদলাচ্ছে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এর দিকে ধাপে ধাপে স্কুল কলেজের ক্লাস চালু করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে নভেম্বরের মাঝামাঝি সময়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু ক্লাস চালু হলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার হাতে গোনা মাত্র , আর এতেই চিন্তার কপালে ভাঁজ ফেলেছে শিক্ষা মহলে।
শুরুর দিকে প্রথমে মনে করা হয়েছিল ধীরে ধীরে এই উপস্থিতির হার স্বাভাবিক হবে কিন্তু মাসের অর্ধেক দিন স্কুল চলার পর সর্বত্রই দেখা যাচ্ছে একই চিত্র, বিশেষ করে মফস্বলের স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার টেনেটুনে 50%।
খুব স্বাভাবিক ভাবেই ছাত্র-ছাত্রীদের এহেন উপস্থিতি চিন্তার ফেলেছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও। তাই এবার তারা পথে নেমে বাড়ি বাড়ি ঘুরে ছাত্র-ছাত্রীদের স্কুল মুখো করার উদ্যোগ নিল, সে রকমই এক ছবি ধরা পরল শনিবার বীরভূমের বোলপুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে।
আরো পড়ুন:- কাঁকসার পালপাড়া থেকে উদ্ধার হলো একটি বিরল প্রজাতির পেঁচা
স্কুলের শিক্ষক শিক্ষিকারা পথে নেমে বাড়ি বাড়ি ঘুরে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের বোঝানোর চেষ্টা করছেন স্কুলে স্বাভাবিক পঠন-পাঠন আবার আগের মতো শুরু হয়ে গিয়েছে তাই তারা তাদের ছেলেমেয়েদের যেন স্কুলে পাঠান । এমনটাই বার্তা নিয়ে পথে নেমেছেন শিক্ষক-শিক্ষিকারা।