তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত তিনদিন ধরে বকেয়া বেতনের দাবিতে কাঁকসার বামুনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কারখানার অস্থায়ী ঠিকা শ্রমিকরা।
দীর্ঘ কয়েক মাস ধরে তাদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। শনিবার সকাল থেকে কারখানার ভেতরে দফায় দফায় বৈঠক হলেও এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।
অপরদিকে শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যতক্ষণ না তাদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে ততক্ষণ তারা কারখানার গেট থেকে সরবে না। শনিবার সকাল থেকে ঝির ঝিরে বৃষ্টির মধ্যেও কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা।
বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও শনিবার রাত্রে সমস্ত অস্থায়ী ঠিকা শ্রমিক বিক্ষোভে সামিল হন। যতক্ষণ না তাদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে ততক্ষণ তারা গেট ছেড়ে করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আরো পড়ুন:- দিনের বেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে শিয়াল, উদ্ধার করলো বনদপ্তর
শনিবার রাত্রে রীতিমতো কারখানার গেটের সামনে রান্না করে সমস্ত শ্রমিকরা খাওয়া-দাওয়া সেরে। সারা রাত কারখানার গেটের সামনে গেট আটকে বিক্ষোভে সামিল হন।