Type Here to Get Search Results !

দিনের বেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে শিয়াল, উদ্ধার করলো বনদপ্তর

রাতের শিকারীকে দিনে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পূর্ব বর্ধমানের গলসির গলিগ্রামে গ্রামের বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- দিনের বেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে শিয়াল, উদ্ধার করলো বনদপ্তর।শুক্রবার  রাতের শিকারীকে দিনে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পূর্ব বর্ধমানের গলসির গলিগ্রামে গ্রামের বাসিন্দারা। ধীর গতিতে চলাফেরা করায় শিয়ালটি অসুস্থ বলে প্রাথমিকভাবে জানতে পারা গেছে। 


অবশেষে অসুস্থ শিয়ালটিকে উদ্ধার করে বন দপ্তর। পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা করা হবে জানান বনকর্মীরা। এদিকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখে গ্রামবাসীরা শিয়ালটিকে একটি নির্মিয়মান ঘরে আটক করে রাখেন। তারাই সকালে খবর দেন বনদপ্তরে।


 খবর পেয়ে ঘটনাস্থলে যান গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ  বিমল বাউরী।খবর পেয়ে হাজির হয় বনদপ্তরের কসবা শাখার বিট অফিসার নবকুমার ঘোষ ও তার টিম। তাদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হয় অসুস্থ শিয়ালটি।  


বনদপ্তরের গাড়ি করে শিয়ালটিকে নিয়ে যাওয়া হয় বর্ধমানের গোলাপবাগের  রমনার বাগানে। সেখানেই চিকিৎসা ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। গ্রামবাসী অসীম চক্রবর্তী জানান, শুক্রবার  সকাল থেকে গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল শিয়ালটি। মাঝে মাঝে রাস্তায় পথচারীদের দিকে দাঁত খেঁচিয়ে তেড়েও আসছিল। 

আরো পড়ুন:- জাওয়াদ ঝড়ের মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং শুরু করল পূর্ব বর্ধমান জেলা দমকল ও জরুরী ব্যবস্থাপন দপ্তর

যে কোন সময় কাউকে কামড়ে দিতে পারে এমনই ভয় করছিলেন তারা। তাই তারা শিয়ালটিকে আটকে রেখে খবর দেন বনদপ্তরে। বনদপ্তর শিয়ালটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ায়  এখন তারা বেশ স্বস্তি অনুভব করছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad