নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- জাওয়াদ ঝড়ের মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং শুরু করল পূর্ববর্ধমান জেলা দমকল ও জরুরী ব্যবস্থাপন দপ্তর। জাওয়াদের প্রভাবে আগামী দু'দিন প্রাকৃতিক দুর্যোগ চলবে রাজ্যজুড়ে। যার প্রভাব পড়বে পূর্ববর্ধমানেও।তাই ঝড়কে কেন্দ্র করে যেকোনো ধরণের বিপদ থেকে মানুষকে সজাগ ও সচেতন করতে শুরু হল মাইকিং।জেলা দমকল ও জরুরী ব্যবস্থাপন দপ্তরের পক্ষ থেকে পূর্ববর্ধমান জেলা জুড়ে করা হচ্ছে মাইকিং।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী জাওয়াদ ক্রমশ শক্তি হারিয়ে গভীর থেকে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। যার জেরে আগামী দু'দিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ববর্ধমানেও দুর্যোগ চলবে।ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।এই দুর্যোগে সাধারণ মানুষ যাতে কোনো রকমের বিপদের সম্মুখীন না হয় তার জন্যই মানুষকে সচেতন করতে দমকল ও জরুরী ব্যবস্থাপণ দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ বলে দপ্তরসূত্রে জানা গেছে।
পাশাপাশি আসন্ন নিম্নচাপের প্রভাবে যা ক্ষয়ক্ষতি হতে পারে,তা রুখতে প্রস্তুতি নিল পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন। আজ দুপুরে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, ইনট্রিগেটেড কনট্রোল সেন্টার খোলা হয়েছে জেলাতে। জরুরি পরিষেবার সাথে যুক্ত দপ্তরগুলি সক্রিয় আছে। আবহাওয়া চরম হলে কী করণীয় সে ব্যাপারে সতর্কতা জারি করেছে কৃষি দপ্তর।
আরো পড়ুন :- আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের পোস্ট অফিসে বিশৃংখলা
এছাড়াও রিলিফ সেন্টারগুলি তৈরি করে রাখা হয়েছে। সেগুলি স্যানিটাইজ করাও হয়ে গেছে। গাছ ভেঙ পড়লে তা দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলার প্রস্তুতি সারা। তিনি জানান, জেলায় একটি এন ডি আর এফের টিম আসছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি তারা।