Type Here to Get Search Results !

দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে বোলপুরে আজ থেকে শুরু হতে চলেছে বিকল্প পৌষ মেলা



শুভময় পাত্র,বোলপুর:- দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে আজ থেকে শুরু হতে চলেছে বিকল্প পৌষ মেলা (Poush Mela)। এবার আর শান্তিনিকেতন (Santiniketan) নয়, বোলপুর (Bolpur) কেন্দ্রিক। শান্তিনিকেতন ও বোলপুর দুটো কিন্তু আলাদা করে ভাবতে পারে না কেউই। সেই কারণেই হয়তো এই জায়গাটির নাম বোলপুর শান্তিনিকেতন নামেই বিশেষ পরিচিতি। 


আর এই বোলপুর শান্তিনিকেতনের উৎসব বলতে পৌষমেলা (Poush Mela) এক বিশেষ ঐতিহ্য বহন করে। ১৮৯১ সাল থেকে ৭ই পৌষ মন্দির উদ্বোধনের দিন থেকেই এই বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর ১৮৯৪ সাল থেকে শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষমেলা। 


কিন্তু এবারে হয়েছে তার ব্যতিক্রম, বহু বাকবিতণ্ডার মধ্যে দিয়ে শেষমেষ বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা করতে যখন বিরত থাকলো তখন ঠিক শান্তিনিকেতনি ঘরোনাই বোলপুর পৌরসভার সহযোগিতায় বাংলা সংস্কৃতি মঞ্চ বোলপুরের ডাকবাংলা ময়দানে (Bolpur Dakbangla Maidan) শুরু করেছে পৌষ মেলা। 

আরো পড়ুন:- বালির নিখোঁজ দুই গৃহবধূ সহ এক শিশুকে আসানসোল স্টেশন থেকে উদ্ধার করলো হাওড়া পুলিশ

শান্তিনিকেতনের আদলেই  এর আগের দিন সন্ধ্যাবেলায় শুরু হয় বৈতালিক। আর সেই বৈতালিক এ পা মেলায় বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর পৌরসভার সদস্যরাসহ আপামর বোলপুরবাসী।এই বছর মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad