নীলেশ দাস ,আসানসোল:- আবারও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ঘটনায় ঘটলো দুর্ঘটনা। জানা গেছে বৃহস্পতিবার আসানসোলের কুলটি থানার অন্তর্গত রানীতলা এলাকায় একটি পিকআপ ভ্যান গাড়ি টোটো কে ধাক্কা মেরে পালাতে গিয়ে রানীতলা দক্ষিণ এলাকায় ঢুকে পড়ে।
এবং ঐ এলাকার একটি মন্দিরে ধাক্কামারে ও পরে আবার পুকুরপাড়ে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এবং ভেঙে পড়ে যাই বিদ্যুতের খুঁটিটি। পাশাপাশি বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের জলে পড়ে যায়।ফলে অল্পের জন্য রক্ষা পাই পুকুরে স্নান ও কাপড় কাচতে আসা লোকেরা।
আরো পড়ুন:- স্বামীর প্রেমিকাকে মারতে মারতে থানায় নিয়ে গেলেন স্ত্রী
এরপর এলাকার মানুষ ওই পিকআপ ভ্যান সহ চালক কে আটকে রেখে কুলটি থানার পুলিশ কে খবর দেয়।ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছে পিকআপ ভ্যান সহ চালক এ আটক করে থানায় নিয়ে যাই বলে জানা গেছে।বিদ্যুতের খুটি ভেঙে যাওয়াতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকায় বলে জানা গেছে।