নীলেশ দাস ,আসানসোল:- স্বামীর প্রেমিকাকে মারতে মারতে থানায় নিয়ে গেলেন স্ত্রী।প্রকাশ্য দিবালোকে এমনই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুর রোডে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে।
কখনও হেলমেট দিয়ে তো কখনও চুলের মুঠি ধরে সজোরে লাথি মারলেন স্ত্রী।ঘটনাটি আসানসোলের বার্নপুর রোডের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় ঘটে। বৃহস্পতিবার আসানসোলের এক বেসরকারি হোটেলে স্বামী ও তার প্রেমিকা এসেছিলো বলে জানা যায়। স্ত্রীর দাবী মাঝেমধ্যেই হোটেলে আসতেন স্বামী।
হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করেছেন আজ সেই যুগল এসেছিলেন। তবে মাঝে মধ্যে আসতেন কিনা তা তিনি জানেন না বলে জানিয়েছেন। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে।
স্ত্রী অভিযোগ করেন 'বাড়িতে কাজ করার সময় নেই কিন্তু ফুর্তি করতে সময় আছে,তার স্বামীর' এমনই অভিযোগ করলেন স্ত্রী। স্ত্রীর জানান যে 'তার স্বামীর সাথে আসা মহিলা মাস দুয়েক আগে বিধবা হয় আর তার নিজের ১০ বছরের ছেলেকে হোস্টেলে রেখে দিয়ে আসে কারণ আমার স্বামীর সাথে ফুর্তি করবে বলে।'
আরো পড়ুন:- সাত দফা দাবি নিয়ে বিধায়কের কাছে ডেপুটেশন দিলেন আশা কর্মীরা
অন্যদিকে হোটেল কর্মী বলেন আসানসোলের বাসিন্দা মোহনলাল নামের এক ব্যক্তি তাদের হোটেলে এসেছিলো, এই প্রথমবার তারা তাদের হোটেলে আসে।মারামারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ওই ব্যাপারে কিছু জানাতে চায়নি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে আসতে হয় পুলিশ কে। পরবত্তী অংশে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।