নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- দাবী পূরণের দাবী নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলনে আশা কর্মীরা।করোনা অতিমারীর সময়কালে জীবন বাজি রেখে কাজ করেছেন তারা গ্ৰামে গ্ৰামে। মানুষকে সতর্ক সচেতন যেমন করেছেন পাশাপাশি সকলকে পৌঁছে দিয়েছেন স্বাস্থ্য পরিষেবা।বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন করোনা আক্রান্তদের।
কিন্তু যে বেতন কাঠামো পরিবার্তন করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী তার কোনো কার্যকার আজও হয়নি। এমনকি যে সব কর্মীরা কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন তাদের এক লক্ষ টাকা করে সহায়তা দেবার ঘোষণা করা হয়েছিলো। তা ও পূরণ হয়নি।এই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের আশা কর্মীরা।
স্বাস্থ্য কর্মীদের পাশে থেকে তারাও দিন রাত কাজ করেন কিন্তু তারা মর্যাদা পান নি। আন্দোলনকারী আসা কর্মীরা প্রথম খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের কাছে তাদের দাবী দাওয়া নিয়ে ডেপুটেশন দেয়। বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন আশা কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমার কাছে একটি ডেপুটেশন জমা দেয়।আমি বিষয়টি খতিয়ে দেখছি এবং দ্রুত তাদের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ের উপর আমার নজর থাকবে।
এরপর আশা কর্মীরা খণ্ডঘোষ পাঠান পাড়া মোড় থেকে শুরু করে খণ্ডঘোষ হাসপাতাল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। আশা কর্মীরা বর্ধমান বাঁকুড়া সড়কপথে অবরোধ করেন খণ্ডঘোষ হাসপাতাল মোড়ে। বেশ কিছুক্ষণ অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল। রীতিমতো পোষ্টার ব্যানার হাতে আন্দোলনে নামেন আশা কর্মীরা।
আরো পড়ুন:- বেআইনি পোস্ত চাষ রুখতে প্রশাসনের সচেতনতা প্রচার
খণ্ডঘোষ থানার পুলিশ গিয়ে অবরোধ মুক্ত করে রাস্তা। স্বাভাবিক হয় যানবাহন চলাচল। আন্দোলনকারী আশা কর্মীরা খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অম্বরীশ বিশ্বাসের হাতে স্মারকলিপি তুলে দেন। দাবী পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন করার কথা জানিয়েছেন আশা কর্মী ইউনিয়নের সদস্যরা।কর্মক্ষেত্রে নিরাপত্তা,পরিকাঠামো উন্নয়ণের ও দাবী রয়েছে আশা কর্মীদের।