নিজস্ব প্রতিনিধি,পূর্ববর্ধমান:- ফের কাঠগড়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল।চিকিৎসার গাফিলতিতে রুগী মৃত্যুর অভিযোগ উঠলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে।পূর্ব বর্ধমানের কালনার সিংরাই গ্রামের বাসিন্দা গৌতম বারুইকে(৪৫) বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৭ ডিসেম্বর শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে। তাকে ওইদিনই রেফার করা হয় কালনা মহকুমা হাসপাতাল থেকে। তাকে প্রথমে ভর্তি করা হয় হাসপাতালের কোভিড ওয়ার্ডে।কিন্তু পরদিন ৮ ডিসেম্বর তার রিপোর্ট কোভিড নেগেটিভ আসায় ভর্তি করা হয় হাসপাতালের মেডিসিন বিভাগে।
মৃতের স্ত্রী নমিতা বারুইয়ের অভিযোগ বুধবার রাতে চিকিৎসকরা তাকে তিনটি ইনজেকশন কিনতে বলেন। তিনি ইনজেকশন কিনে আনার পর কর্তব্যরত নার্সরা ইনজেকশন দেয় নি রোগীকে।বার বার তিনি নার্সদের অনুরোধ করা স্বত্বেও কেউ তার কথায় কর্ণপাত করে নি বলে অভিযোগ করেন।এই অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রুগী মারা যায়।
আরো পড়ুন :- টোটো কে ধাক্কা মেরে পালাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা পিকআপ ভ্যানের
মৃতের স্ত্রী নমিতা বারুই হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেন নার্সদের বিরুদ্ধে। হাসপাতালে সুপার তাপস ঘোষ বলেন,অভিযোগের পরিপেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।তারা বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার পর আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।