Type Here to Get Search Results !

অন্ডাল এয়ারপোর্ট চত্বরে ঝোপে আগুন ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায়



সোমনাথ মুখার্জি  , অন্ডাল :- রবিবার বেলা বারোটা নাগাদ অন্ডাল এয়ারপোর্ট (Andal Airport) চত্বরে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়ায় । রাণীগঞ্জ (Raniganj) থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।


রবিবার বেলা বারোটা নাগাদ অন্ডাল এয়ারপোর্ট (Andal Airport) চত্বরে রাস্তার পাশে ঝোপ-জঙ্গলের মধ্যে হঠাৎই ধোঁয়া লক্ষ্য করা যায় । আগুন লাগার কারণেই  এই ধোঁয়া । কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বড় এলাকাজুড়ে । দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাণীগঞ্জ থেকে একটি দমকলের ইঞ্জিন । 

আরো পড়ুন:- কলকাতা পুরভোটে ভোট লুঠের অভিযোগ তুলে বর্ধমানে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপির

এয়ারপোর্টের কর্মীরা ছাড়াও ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ ও । দমকল কমীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । রাস্তার পাশে থাকা শুকনো গাছপালা থেকে আগুন ছড়িয়ে ছিল বলে অনুমান । তবে কি কারণে আগুন ছড়ালো সেই বিষয়ে অবশ্য এয়ারপোর্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad