তনুশ্রী চৌধুরী,পানাগড়:- রবিবার কলকাতা পুরসভার ভোট। ভোট গ্রহণ কে কেন্দ্র করে রবিবার সকাল থেকে কলকাতা পৌরসভার (KMC) বিভিন্ন ওয়ার্ডে শুরু হয় গন্ডগোল। কলকাতা পৌরসভার ভোটের গন্ডগোলের খবর ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে ততই শুরু হয় রাজনৈতিক উত্তাপ।
রবিবার কলকাতায় পৌরসভার নির্বাচনে বিজেপি (BJP) কর্মীদের ওপর হামলা এবং নানান জায়গায় তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলে রাজ্যজুড়ে বিজেপির কর্মী-সমর্থকেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে পানাগর (Panagarh) বাজারের চৌমাথা মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকেরা।এদিন বিজেপি কর্মীদের বিক্ষোভে শামিল হন বর্ধমান পূর্বের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা।
এদিন পানাগর বাজারের চৌমাথা মোড় অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের উঠিয়ে দেয়। বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ 'কলকাতায় রবিবার যে পুরসভার ভোট গ্রহণ চলছে তাতে বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
আরো পড়ুন:- অন্ডাল এয়ারপোর্ট চত্বরে ঝোপে আগুন ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায়
কোথাও বিজেপি সমর্থকদের মারধর করা হয়েছে আবার কোথাও ভোট না দেওয়ার জন্য ভয় দেখাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাজ্যের পুলিশ তৃণমূলের দলদাস হিসেবেই কাজ করছে। এরই প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয়েছেন।'