তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম বরুণ মন্ডল,বাঁকুড়ার (Bankura) বাসিন্দা বলে জানাগেছে।শনিবার কাঁকসার (Kanksa) বাঁশকোপা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের কাছ থেকে ৩৮টি দেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Subdivision Court) পেশ করা হয়। এর আগেও একাধিক জায়গা থেকে বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ।
বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে আগামীদিনেও লাগাতার অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।