নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- কলকাতা পুরভোটে (KMC) ভোট লুঠ হচ্ছে এই অভিযোগ তুলে বর্ধমান (Bardhaman) পারবীরহাটা মোড়ে জিটিরোড (G.T. Road) অবরোধ করে বিজেপির (BJP) বিক্ষোভ।রাস্তা অবরোধ।বর্ধমান সদর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিক্ষোভে ও রাস্তা অবরোধে সামিল বিজেপি কর্মী সমর্থকরা।
ঘটনাস্থলে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ মুক্ত করে রাস্তা।রাস্তা অবরোধের অভিযোগে পুলিশ ১৩ জন বিজেপি কর্মী সমর্থককে আটক করেছে।