তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসায় (Kanksa) পর পর দুটি দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে পর পর দুটি দোকানে চুরির ঘটনায় আতঙ্ক চড়ালো ব্যবসায়ীদের মধ্যে। দুটি দোকানের এডভেস্টারের চাল ভেঙে নগদ টাকা সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। একটি কাঁচা সবজির দোকানে ও একটি খাবারের দোকান চুরি হয় একই রাতে।
ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। ব্যবসায়ীরা জানিয়েছেন এর আগেও একই কাঁচা সবজির দোকানে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর বৃহস্পতিবার ফের চুরির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
দোকান মালিক উমা সেন জানিয়েছেন তিনি সকালে এসে দেখেন তার দোকান খোলা অবস্থায় রয়েছে। দোকানে ঢুকে দেখেন তার দোকানের এডভেস্টার ভাঙা। ক্যাশ বাক্স থেকে কয়েক হাজার নগদ টাকা সহ দোকানের অন্যান্য সামগ্রী চুরি গেছে।
আরোপড়ুন:- চন্দন গাছ চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল আউশগ্রাম থানার পুলিশ
স্থানীয় ব্যবসায়ী হ্যাপি রাও জানিয়েছেন বার বার চুরির ঘটনায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে তারা পুলিশের কাছে আবেদন করবেন যাতে ওই এলাকায় প্রশাসনের তরফ থেকে নৈশ প্রহরীর ব্যবস্থা করা যায়।