নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- পর পর কয়েকটি চন্দন গাছ (Sandalwood tree) চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল আউশগ্রাম (Aushgram) থানার পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে ধৃতরা হলেন তাপস বাউরী ও বিজয় হালদার।
দুজনেই আউসগ্রাম (Aushgram )এর বাসিন্দা ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে (Burdwan court) পাঠানো হয় এরমধ্যে তাপস বাউড়ি কে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হয়।পুলিশি জেরায় ধৃতরা চন্দন গাছ (Sandalwood tree) চুরির সাথে তারা জড়িত থাকার কথা স্বীকার করে বলে দাবি পুলিশের।
আরো পড়ুন:- বড়দিন ও বর্ষবরণের আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে শুরু হল নাকা চেকিং
গত কয়েক দিন ধরে আউশগ্রাম এলাকায় বেশ কয়েকটি চন্দন গাছ চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে বিজয় হালদার ও তাপস বাউড়ি গ্রেফতার করে আউসগ্রাম থানার পুলিশ।