Type Here to Get Search Results !

বড়দিন ও বর্ষবরণের আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে শুরু হল নাকা চেকিং

                                  


নিজস্ব প্রতিনিধি,পূর্ববর্ধমান :- বড়দিন (Christmas) ও বর্ষবরণের (NewYear) আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা পুলিশের তরফে শুরু হল নাকা চেকিং (Naka Checking)। বর্ধমান শহরে ঢোকার মুখে  উল্লাস মোড়ে নাকা চেকিং শুরু হয় সকাল থেকে। 


চারচাকা গাড়ি,  বাস এবং বাইরের নাম্বার থাকা যেসব গাড়ি শহরে ঢুকছে সেই গাড়ি গুলিকে চেকিং করার পর শহরে ঢুকতে দেওয়া হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বর্ষবরণের আগে। বাদ যাচ্ছে না সরকারি বাসগুলিও (SBSTC Bus)।

আরো পড়ুন:- কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটিড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানান  যে এটি  রুটিন তল্লাশি ,যেহেতু আমরা একবারে ফেস্টিভ সিজন এর মুখে আছি, কালকে বড়দিনের একটা বড় উৎসব রয়েছে তো সেই জন্য পুলিশ  তৎপর রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলোতে কোনো বেআইনি বস্তু নিয়ে যাওয়া হচ্ছে কি না সেটা দেখার জন্য এই নাকা তল্লাশি চলছে। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad