Type Here to Get Search Results !

কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটিড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে



Kalpataru Power Transmission Limited Recruitment 2021-2022 : 

কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (KPTL) পশ্চিমবঙ্গে এবং গুজরাটে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 22/12/2021 তারিখ NAPS পোর্টালে।মোট শূন্যপদ 1950 টি। পঞ্চম শ্রেণীঅষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেনআই টি আই করা না থাকলেও আবেদন করতে পারবেন। ট্রেনিং দেওয়া হবে কনস্ট্রাকশন ইলেক্ট্রিসিয়ানরিগার প্রিকাস্ট ইরেকশন,গ্রাইন্ডার- হ্যান্ড এন্ড হ্যান্ড হেল্ড পাওয়ার টুলকনস্ট্রাকশন ওয়েল্ডার এবং ফিটার-মেকানিক্যাল অ্যাসেম্বলি পদে।পশ্চিমবঙ্গ ,ওড়িশা, উত্তর প্রদেশ, মধ্যে প্রদেশ, মহারাষ্ট্র, তামিল নাডু এবং  গুজরাটে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে 22/12/2021 তারিখ থেকে।আবেদন করতে হবে অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশের 14 দিনের মধ্যে KPTL Apprentice Recruitment 2021-2022  নিচে বিস্তারিত আলোচনা করা হল।

 

1. কনস্ট্রাকশন ইলেক্ট্রিসিয়ান:- 

শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা

স্টাইপেন্ড

ট্রেনিং এর মেয়াদ

400 টি

যেকোনো সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক / সমতুল্য পরীক্ষায়  উত্তীর্ণ হতে হবে।ITI করা না থাকলেও আবেদন করতে পারবেন।

8,000 - 35,000 টাকা প্রতি মাসে।

10 মাস।


2. ফিটার-মেকানিক্যাল অ্যাসেম্বলি:-

শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা

স্টাইপেন্ড

ট্রেনিং এর মেয়াদ

450 টি

যেকোনো সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক / সমতুল্য পরীক্ষায়  উত্তীর্ণ হতে হবে।ITI করা না থাকলেও আবেদন করতে পারবেন।

8,000 - 35,000 টাকা প্রতি মাসে।

27 মাস।

 3. রিগার প্রিকাস্ট ইরেকশন:-

শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা

স্টাইপেন্ড

ট্রেনিং এর মেয়াদ

200 টি।

যেকোনো সিকৃত স্কুল থেকে পঞ্চম শ্রেণী / সমতুল্য পরীক্ষায়  উত্তীর্ণ হতে হবে।

8,000 - 35,000 টাকা প্রতি মাসে।

975 ঘন্টা।

 4. গ্রাইন্ডার- হ্যান্ড এন্ড হ্যান্ড হেল্ড পাওয়ার টুল:- 

শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা

স্টাইপেন্ড

ট্রেনিং এর মেয়াদ

450 টি

যেকোনো সিকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী / সমতুল্য পরীক্ষায়  উত্তীর্ণ হতে হবে। ITI করা না থাকলেও আবেদন করতে পারবেন।

8,000 - 35,000 টাকা প্রতি মাসে।

14 মাস।

 5. কনস্ট্রাকশন ওয়েল্ডার:-

শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা

স্টাইপেন্ড

ট্রেনিং এর মেয়াদ

450 টি।

যেকোনো সিকৃত স্কুল থেকে পঞ্চম শ্রেণী / সমতুল্য পরীক্ষায়  উত্তীর্ণ হতে হবে।

8,000 - 35,000 টাকা প্রতি মাসে।

25 মাস।


বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

আবেদন ফি :- প্রার্থীদের ফি দিতে হবে না ৷

প্রার্থী বাছাই পদ্ধতি:-

প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে।নির্বাচিত প্রাথীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

আবেদন পদ্ধতি:-

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে National Apprentice portal (NAPS) https://apprenticeshipindia.org এর মাধ্যমে।

আবেদন শুরু হয়েছে  22/12/2021  তারিখ থেকে।  আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের 14 দিনের মধ্যে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

 

অফিসিয়াল ওয়েবসাইট

অফিসিয়াল নোটিফিকেশন 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad