Type Here to Get Search Results !

বিশ্বভারতীর উপাচার্য কে নাম না করে কটাক্ষ করলেন অনুব্রত মন্ডল



শুভময় পাত্র,বীরভূম:- বিশ্বভারতীর উপাচার্য কে 'রাখাল বাগাল' বলে কটাক্ষ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের (Anubrata Mandal)। বৃহস্পতিবার ছিল বোলপুর পৌষ মেলার (Poush Mela) প্রথম দিন। সকাল থেকেই শান্তিনিকেতনি ঘরোনাই শুরু হয়েছে পৌষ মেলা। প্রথমেই বৈতালিক এর মধ্যে দিয়ে শান্তিনিকেতন (Santiniketan) ছাতিম তলা থেকে রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে খোল করতাল বাজিয়ে বোলপুর ডাকবাংলা ময়দানে পৌষ মেলা (Poush Mela) প্রাঙ্গণে প্রবেশ করে মেলা উদ্যোক্তা থেকে শুরু করে বোলপুরের রবীন্দ্র অনুরাগীরা। 


তারপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় মেলার উদ্বোধন। এদিনের এই পৌষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতনের পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন দত্ত রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভা চেয়ারপারসন পর্ণা ঘোষ, জেলাশাসক বিধানচন্দ্র রায় সহ বিশিষ্টজনেরা।

 

সকাল থেকেই মেলা শুরু হয়ে যাওয়ার পরই আস্তে আস্তে ভীড় জমতে শুরু করে মেলা প্রাঙ্গণে। আর সন্ধ্যা নামতেই মূল মঞ্চে উপস্থিত হলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। আর অনুব্রত মন্ডল স্টেজে উঠে যে কিছু বলবেন না তেমনটা ঠিক মেনে নেওয়া যায় না। 

আরো পড়ুন:-বর্ধমান শহরে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক টোটো চালকের বিরুদ্ধে

আর সেই রকম ভাবেই তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিশ্বভারতীর উপাচার্য কে সরাসরি নাম না করে 'রাখাল বাগাল' বলে কটাক্ষ করলেন। পাশাপাশি তিনি এও পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আগামীবার যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের জায়গায় অর্থাৎ ভুবন ডাঙ্গার মাঠে মেলা করতে না দেয় তা হলেও দেখিয়ে দেবে মেলা কাকে বলে বিশ্বভারতীর উপাচার্য কে। এমনটাই এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করে জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad