নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- বর্ধমান শহরেই কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক টোটো চালকের বিরুদ্ধে। ছাত্রীর অভিযোগ বৃহস্পতিবার টোটোতে করে বাবাকে খাবার দিতে যাওয়ার পথে নির্জন জায়গায় শ্লীলতাহানি করে টোটো চালক সুরজ সাউ।
নির্যাতিতার অভিযোগ বর্ধমান শহরের লাকুর্ডি থেকে নবাবহাটে এলাকায় বাবার জন্য টোটোতে করে খাবার নিয়ে যাবার সময় মাঝপথে টোটো চালক সুরজ সাউ তার শ্লীলতাহানি করে এমনকি রাস্তার ধারে জঙ্গলে টেনে নিয়ে যাবার চেষ্টা করে।কোনোরকমে হাত ছাড়িয়ে পালিয়ে যাই নির্যাতিতা।
আরোপড়ুন:- কুকুরের কামোড়ে আক্রান্ত ৩৬ জন, পাগলা কুকুরকে পাকড়াও করার জন্যে অভিযানে পৌরনিগম
নির্যাতিতার অভিযোগের পরিপেক্ষিতে টোটো চালক সুরজ সাউকে বিকেলে বাড়ি থেকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ।