Type Here to Get Search Results !

ভাগ্নের সঙ্গে ছোট মামীর পরকীয়া সম্পর্কের অভিযোগ, মর্মান্তিক পরিণতি বড় মামীর



নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- ছোট মামী'র সাথে ভাগ্নের পরকীয়া সন্দেহের অভিযোগে বড় মামীকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো ভাগ্নের শ্বশুর শাশুড়ীর বিরুদ্ধে।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিল্পশহর দুর্গাপুরের (Durgapur) নিউ টাউনশিপ (New Township) থানার হরিবাজার এলাকায়। মৃতার নাম জাইতুন নিশা বিবি। ৪৩ বছরের জাইতুন নিশা বিবিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে অভিযুক্ত ভাগ্নে আজগর আলির শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শ্বশুর শাশুড়িকে। 


জানা গিয়েছে ছোটবেলা থেকে মামার বাড়িতেই মানুষ অভিযুক্ত আজগার আলি। ২০১৭সালে হরিবাজারের আজগর আলীর সাথে জেমুয়ার আকিদা বিবির বিয়ে হয়। বিয়ের পরও মামাদের সাথেই থাকে আগজর ও তার স্ত্রী। বিয়ের পরই আকিদা বিবি অভিযোগ করেন যে, ছোট মামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্বামী আজগারের। এই অভিযোগে প্রায়ই স্বামীর সঙ্গে অশান্তি লেগে থাকত আকিদার। এই অশান্তির মূল কারণটাই ছিল আজগড়ের ছোট মামীকে কেন্দ্র করে। প্রায়ই বিবাদ বাঁধত আজগর আলি ও আকিদা বিবির। 


এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার ফের আজগর ও আকিদার মধ্যে অশান্তি শুরু হয়। এদিন মেয়ের অভিযোগ শুনে ছুটে আসে তার মা বাবা খুরশিদা বিবি ও শেখ আকশারুল। অভিযোগ তারা আজগরের মামা বাড়িতে পৌঁছলে দুই পরিবারের মধ্যে তুমুল বচসা শুরু হয়। বিবাদ থামাতে আসে আজগারের বড় মামী জাইতুন নিশা বিবি। অভিযোগ,এরই মধ্যে আজগরের বড় মামী জাইতুন নিশা বিবিকে সামনে পেয়ে তাকে মারধর শুরু করে খুরশিদা বিবি ও তার স্বামী শেখ আকশারুল।চুলে মুটি ধরে আজগরের মামী জাইতুন নিশা বিবিকে মারধর শুরু করে আজগরের শ্বশুর শাশুড়ি।

আরো পড়ুন:- কাঁকসায় পর পর দুটি দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায় 

মারধরের চোটে মাটিতে লুটিয়ে পড়েন জাইতুন নিশা বিবি।তাকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Sub-Divisional Hospital) নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad