সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর :- মঙ্গলবার পাণ্ডবেশ্বরের (Pandabeswar) ডিভিসি পাড়ায় দুর্গা মন্দিরের (Durga Mandir) শিলান্যাস করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty)।পাণ্ডবেশ্বরের ডিভিসি পাড়ায় ছিল না কোনো দুর্গামন্দির তাই এলাকায় দুর্গামন্দির প্রতিষ্ঠিত হবে এটা জেনেই খুশি স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা মধুসূদন ঘোষ জানান লক্ষাধিক টাকা ব্যয় করে তৈরি হবে এই মন্দির। অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রাথমিকভাবে এক লক্ষ টাকার অনুদান তুলে দেন মন্দির কমিটির হাতে।আগামী দিনেও মন্দির কমিটির সাথে থাকবেন বলে আশ্বাস দেন।
আরো পড়ুন:-দুর্গাপুরের পলাশ ডিহাতে আদিবাসী মিলন মেলার শুভ সূচনা করলেন অনুব্রত মণ্ডল
বেশ জাঁকজমকের সাথেই হল দুর্গা মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান।নারকেল ফাটিয়ে শিলান্যাস করলেন বিধায়ক।বিধায়কের সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন এলাকার অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ এছাড়াও বহু বিশিষ্টজন।